মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 8:51 AM

printer

রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বনগাঁ স্টেশনে আজ ও আগামিকাল বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বনগাঁ স্টেশনে আজ ( 22.03.2025) রাত ১১ টা ১০ মিনিট থেকে আগামীকাল ( 23.03.2025) সকাল ৬ টা ১০ মিনিট পর্যন্ত মোট ৪২০ মিনিট ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ ও আগামিকাল বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
রেল সুত্রে জানা গেছে, আজ শিয়ালদা – বনগাঁ র মধ্যে আপ এবং ডাউনে ২ টি করে, এবং বনগাঁ – রানাঘাটের মধ্যে আপ ও , ডাউনে ১ টি করে লোকাল বাতিল থাকবে।
এ ছাড়া আগামীকাল ( 23.03.2025) বনগাঁ – রানাঘাটের মধ্যে আপে দুটি ও ডাউনে দুটি লোকাল বাতিল থাকবে।
শিয়ালদা – বনগাঁ র মধ্যে চলাচল কারি কয়েকটি ট্রেনের যাত্রা আজ ও আগামীকাল সংক্ষিপ্ত করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন