মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2025 9:31 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, দীপাবলি এবং ছট উৎসব উপলক্ষে ১২ হাজার বিশেষ ট্রেন চালানো হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, দীপাবলি এবং ছট উৎসব উপলক্ষে ১২ হাজার বিশেষ ট্রেন চালানো হবে। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট – এন ডি এ নেতাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রী এই ঘোষণা করেন।

তিনি বলেন, মন্ত্রক কেবল নতুন ট্রেনই নয়, আরও বেশ কয়েকটি নতুন পরিকাঠামোগত প্রকল্প তৈরি করেছে।

মন্ত্রী বলেন, সাধারণ শ্রেণীর যাত্রীদের সুবিধার্থে দিল্লি ও গয়া, সহরসা ও অমৃতসর, ছাপরা ও দিল্লি, পাশাপাশি মুজাফফরপুর ও হায়দ্রাবাদকে সংযুক্ত করার জন্য চারটি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে।

উল্লেখ্য, নতুনদিল্লিতে গতকাল বিহারের এন ডি এ নেতারা আসন্ন দীপাবলি এবং ছট উৎসবকে কেন্দ্র ক’রে ট্রেন চলাচল ব্যবস্থা পর্যালোচনা করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন।

মন্ত্রী ব্যাখ্যা ক’রে বলেছেন, ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যে-সমস্ত যাত্রী ট্রেনে চড়বেন এবং ১৭ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ফিরতি ট্রেন ধরবেন, তাঁরা একটি নতুন পরীক্ষামূলক রেল-প্রকল্পের আওতায় নিশ্চিত টিকিট পাবেন এবং ফিরতি ভাড়ায় ২০ শতাংশ ছাড় পাবেন।