রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ বছর সরকার মোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। এর মধ্যে ৭ জনকে পদ্ম বিভূষণ, ১৯ জনকে পদ্ম ভূষণ ও ১১৩ জনকে পদ্মশ্রী ।
এর আগে রাষ্ট্রপতি প্রথম পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৭১ জনকে পদ্ম পুরস্কার প্রদান করেন। আজ তিনি ৬৮ জনকে এই পুরস্কারে ভূষিত করবেন।
এদের মধ্যে ভারতের প্রাক্তন বিচারপতি জগদীশ সিং খেহর ও কুমুদিনী রাজনীকান্ত লাখিয়া-কে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করা হবে। যতীন গোস্বামী, কৈলাশ নাথ দীক্ষিত ও স্বাধ্বী ঋতাম্ভরাকে দেওয়া হবে পদ্মভূষণ। বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরয়-কে মরোণোত্তর পদ্মভূষণ প্রদান করা হবে।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন ডক্টর নীরজ ভাটলা, মন্দকৃষ্ণ মাদিগা, সন্ত রাম দেশওয়াল ও সৈয়দ আইনুল হাসান।