মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 8:12 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

 এ বছর সরকার মোট ১৩৯ জনকে পদ্ম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। এর মধ্যে ৭ জনকে পদ্ম বিভূষণ, ১৯ জনকে পদ্ম ভূষণ ও ১১৩ জনকে পদ্মশ্রী ।

এর আগে রাষ্ট্রপতি প্রথম পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৭১ জনকে পদ্ম পুরস্কার প্রদান করেন। আজ তিনি ৬৮ জনকে এই পুরস্কারে ভূষিত করবেন।

  এদের মধ্যে ভারতের প্রাক্তন বিচারপতি জগদীশ সিং খেহর ও কুমুদিনী রাজনীকান্ত লাখিয়া-কে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করা হবে। যতীন গোস্বামী, কৈলাশ নাথ দীক্ষিত ও স্বাধ্বী ঋতাম্ভরাকে দেওয়া হবে পদ্মভূষণ। বিশিষ্ট অর্থনীতিবিদ বিবেক দেবরয়-কে  মরোণোত্তর পদ্মভূষণ প্রদান করা হবে।

 পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন ডক্টর নীরজ ভাটলা, মন্দকৃষ্ণ মাদিগা, সন্ত রাম দেশওয়াল ও সৈয়দ আইনুল হাসান।  

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন