রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশে যাচ্ছেন। তিনি বেরেলীতে পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান Indian Veterinary Reseach Institute এর একাদশ-তম সমাবর্তনে উপস্থিত থাকবেন। ওইদিন রাষ্ট্রপতি গোরখপুরে AIIMSএর প্রথম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামজকাল রাষ্ট্রপতি শ্রীমতি মুর্মু গোরখপুরে মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। ঘুরে দেখবেন, মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয় সেখানে তিনি প্রেক্ষাগৃহ, একাডেমিক ব্লক এবং পঞ্চকর্মা কেন্দ্র উদ্বোধন করবেন, মেয়েদের নতুন হোস্টেলের শিলান্যাসও করবেন তিনি।