রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, লাদাখ স্বশাসন পার্বত্য উন্নয়ন কাউন্সিল বিধি ১৯৯৭ সংশোধন করে লাদাখ উন্নয়ন পরিষদ সংশোধনী নিয়ন্ত্রণ আইন ২০২৫ এ অনুমোদন দিয়েছেন।এই সংশোধনীতে পরিষদের মোট আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।
এর প্রেক্ষিতে এবার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রমিক সংখ্যা ধরে পর্যায়ক্রমে এই আসনগুলি প্রতিটি নির্বাচনী কেন্দ্রের জন্য বরাদ্দ করা হবে।
উল্লেখ্য ৩০ আসন বিশিষ্ট লাদাখ স্বশাসিত পার্বত্য পরিষদের বিধিসম্মত সংস্থা এই সাধারণ পরিষদ, লেহ ও লাদাখ জেলার প্রশাসনের পরিচালনার দায়িত্বে রয়েছে।