November 8, 2024 2:05 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দুর্নীতি এমন এক ব্যাধি, যাকে সমূলে উৎখাত করতে হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দুর্নীতি এমন এক ব্যাধি, যাকে সমূলে উৎখাত করতে হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন আয়োজিত ‘সতেতনতা সপ্তাহ’-এর ভাষণে রাষ্ট্রপতি মুর্মু  বলেন, সরকার দুর্নীতি প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে।

  তিনি, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্প, ই-মার্কেট প্লেস এবং অর্থনৈতিক অপরাধী আইন-এর কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, সতর্কতা সচেতনতা সপ্তাহ, সর্দার বল্লবভাই প্যাটেলের জন্ম বার্ষিকীতে পালিত হয়। বিশ্বাস যেকোনো সমাজের মূল ভিত্তি বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, দুর্নীতি সমাজের প্রতি আস্থা হ্রাস করে।

                       

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।