রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে নতুন ক’রে শান্তি আলোচনা শুরু করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। যদিও, উভয় পক্ষই একে অপরের ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে। গতকাল বেলারুশের মিনস্কে সাংবাদিকদের পুতিন বলেন, দু’পক্ষের মধ্যে সম্ভাব্য বৈঠকের জন্য আধিকারিক পর্যায়ের আলাপ-আলোচনা চলছে। এর আগে, ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। এদিকে, ইউক্রেন জানিয়েছে, গত রাত্রে তারা রাশিয়ার ৩শো ৬৩টি ড্রোন এবং ৬টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের ৩৯টি ড্রোন ধ্বংস করার দাবী করেছে।