রাশিয়ান সেনাবাহিনী দেশের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ৭৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আজ জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে ৭১১টি ড্রোন এবং কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে বলে দাবী করেছে ইউক্রেন এর বিমান বাহিনী। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড এবং বেলারুশের সীমান্তবর্তী রাজধানী লুটস্ক এর ভলিন অঞ্চলকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্র-এর কিয়েভে বিমান-প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ বন্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে সরে আসার মুহূর্তে ইউক্রেনের ওপর এই হামলা চালাল রাশিয়া।
Site Admin | July 9, 2025 6:53 PM
রাশিয়ান সেনাবাহিনী দেশের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ৭৫০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আজ জানিয়েছে ইউক্রেন।
