মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 25, 2025 9:29 PM

printer

রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে

ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক নদীর জলপ্রবাহ জনিত প্লাবনের সমস্যা নিরসনে পদক্ষেপ করার জন্য রাজ্য সরকার যৌথ নদী কমিশন গঠনের দাবি জানিয়েছে। একই সঙ্গে বর্ষায় ঐ সমস্ত নদীর জলপ্রবাহ এবং ভাঙ্গন সংক্রান্ত সমস্যার উপর লাগাতার নজরদারি চালাতে  গঠন করা হয়েছে ১২টি ক্যুইক রেসপন্স টিম । বর্ষার সময় উত্তরবঙ্গের কোনও নদী বাঁধে ভাঙনের সম্ভাবনা দেখা দিলে বা ক্ষয়ক্ষতির খবর এলেই সেচ দফতরের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে। সেচ দফতর সূত্রে জানা গেছে, ডুয়ার্স ও আশপাশের অঞ্চলে নদী গুলি বর্ষায় বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু রাজ্যের কাছে ভুটান সীমান্তের সব নদীর জলস্তরের তথ্য নেই। বর্তমানে মাত্র তিনটি নদীর জলপ্রবাহের তথ্য সরাসরি পায় রাজ্যের সেচ দফতর। বাকি বহু নদীর জলস্ফীতি সম্পর্কে ভুটানের উপর নির্ভর করতে হয়।এই পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি ভুটানের পারোতে দুদেশের বিশেষজ্ঞ কমিটির বৈঠক বসে। রাজ্যের সেচ দফতরের দুই প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ভুটান সরকারকে অনুরোধ করা হয়েছে, যাতে আরও বেশি হাইড্রোলজিক্যাল যন্ত্র বসানো হয় এবং নদীগুলির জলস্তর ও বৃষ্টির পরিমাণ সম্পর্কে আগাম তথ্য ভাগ করে নেওয়া যায়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন