মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 31, 2025 7:12 PM

printer

রাজ্য সরকার পান চাষীদের স্বার্থে পানের গুছিতে নিয়ম মেনে ৫০টা করে পান পাতা দেওয়ার নির্দেশ দিয়েছে

রাজ্য সরকার পান চাষীদের স্বার্থে পানের গুছিতে নিয়ম মেনে ৫০টা করে পান পাতা দেওয়ার নির্দেশ দিয়েছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আজ আলিপুরের নব প্রশাসনিক ভবনে বিভিন্ন পান চাষী সমিতি, জেলাশাসক সহ জেলা পুলিশ প্রশাসন ও  বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পাইকারি বাজারে পান বিক্রির ক্ষেত্রে নিলামে ওঠা সর্বোচ্চ দাম চাষীদের দেওয়া হচ্ছে না বলে পান চাষী সমিতিগুলি অভিযোগ করলে মন্ত্রী এই বিষয়ে বাজারগুলিতে নজরদারি আরও বাড়িয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পান বিক্রি করে দেওয়ার নামে আড়তদাররা চাষীদের কাছ থেকে ১.০৯ টাকা হারে কমিশন নেওয়ার অভিযোগটিও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

এদিকে, রাজ্য সরকারের তরফে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে সারা বাংলা পান চাষী সমিতি। ১৫ দিনের মধ্যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়ে কঠোর ভাবে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে সমিতির সদস্য কার্তিক দাস জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বর্তমানে প্রায় ১২ লক্ষ পান চাষী রয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন