মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 21, 2025 4:17 PM

printer

রাজ্য সরকার একাধিক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তহবিল চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকার একাধিক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তহবিল চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুত করেছে, যা শীঘ্রই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে চন্দ্রকেতুগড়, আদিনা মসজিদ, দেওলপোতা এবং মালদার সুলতান আমলের হামাম-এর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি। সংরক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য প্রাথমিকভাবে প্রায় ১০০ কোটিরও বেশি টাকার প্রয়োজন হতে পারে বলে অনুমান করা হয়েছে।

উল্লেখ্য, আগেই কেন্দ্রের তরফে পুরুলিয়ার বেগুনকোদরের রাসমন্দির, শিব মন্দির ও পাকবিরা দেওলঘাটের মতো কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের উন্নয়নের জন্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা  বরাদ্দ করা হয়েছিল।