রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু আজ হয়েছে।
দিন দশেকের এই অধিবেশনে মূলত বিভিন্ন দফতরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত দোলের আগে ১৩ই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। রমজান মাসের কারণে অধিবেশন দ্রুত শেষ করার চেষ্টা চলবে। সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে।
দ্বিতীয়ার্ধে চলতি অর্থ বছরের ব্যয় মঞ্জুরি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।
আগামীকাল শ্রম, বুধবার বিদ্যুৎ এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বাজেট প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে। তবে স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের’ও আজ সূচনা হচ্ছে। এবারের অধিবেশনে ২০টি অধিবেশন বসবে।