মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 1, 2025 8:38 PM

printer

রাজ্য বিধানসভার তিনদিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন আজ শুরু হয়েছে।

রাজ্য বিধানসভার তিনদিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন আজ শুরু হয়েছে। প্রথা মেনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোক প্রস্তাব পাঠ করেন। তারপর সভা দিনের মত মুলতুবি হয়ে যায়। অধিবেশন শুরুর আগে অধ্যক্ষের ঘরে সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও বসে।

 এদিকে, রাজ্য সরকার ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছে। আজ বিধানসভার কার্যবিবরণীর ১৬৯ ধারা অনুযায়ী এই প্রস্তাবটি উত্থাপন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আগামীকাল ও বৃহস্পতিবার দুঘণ্টা করে মোট চার ঘন্টা ওই প্রস্তাবের উপর আলোচনা হবে। শেষ দিনের আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই অধিবেশনে সব বিধায়ক ও মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরের বাইরে থাকতে হবে  বলে অধ্যক্ষ আজ জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই নির্দেশিকার আওতার বাইরে থাকছেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হলে তার বিরুদ্ধে বিজেপি আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে।  

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রীও ২৯৪ জন বিধায়কেরও একজন, তাই তার ক্ষেত্রে নিয়ম পৃথক হতে পারে না। এব্যাপারে বিধানসভার সচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং ডায়রেক্টর অফ সিকিউরিটিকে আদালতের নির্দেশিকা সহ চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিরোধী দলনেতা বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বরের পরিবর্তে ৮ তারিখে অধিবেশন ডাকারও আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ৩ তারিখে করম পুজোর ছুটি দেওয়া হলেও চার তারিখেও  বিভিন্ন জেলায় এই উৎসব পালিত হয়। তাই সেখানকার বিধায়করা ওই দিনের অধিবেশনে যোগ দিতে পারবেনা । মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই, মুখ্যমন্ত্রীর নির্দেশে এক তরফা অধিবেশন ডাকা হয় বলে তিনি অভিযোগ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।