মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 21, 2025 7:39 PM

printer

রাজ্যে বেসরকারী পরিবহণ সংগঠনের ডাকা বাস ধর্মঘট, আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রাজ্যে বেসরকারী পরিবহণ সংগঠনের ডাকা বাস ধর্মঘট, আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাতটি পরিবহন সংগঠনের ডাকা তিনদিনের এই ধর্মঘট, আগামীকাল শুরু হওয়ার কথা ছিল। 

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও পরিবহন সচিব সৌমিত্র মোহনের সঙ্গে বাস মালিকদের সংগঠন লালবাজারে আজ আবারো বৈঠকে বসেন। তারপরেই বাস মালিক সংগঠনগুলি, সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার কথা ঘোষণা করে।

এব্যাপারে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, রাজ্য সরকার দাবি দাওয়াগুলির বেশ কিছু মেনে নিয়েছে।

এদিকে, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকের প্রেক্ষিতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হল। তবে, তার মধ্যে দাবী পূরণ না হলে, ফের ধর্মঘটে সামিল হওয়ার’ও হুশিয়ারি দিয়েছে তারা। 

বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায়, নিত্য যাত্রীরা স্বস্তি পেলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন