রাজ্যে আজ বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে। নদিয়া জেলায় আজ সূচনা হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযানের। নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা গ্রামে এ উপলক্ষে এক অনুষ্ঠানে কৃষক ও কৃষি বিজ্ঞানীরা মতবিনিময় করেন। কৃষকদের হাতে উন্নত মানের পেয়ারার চারা তুলে দেওয়া হয় বলে নদিয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র সূত্রে জানানো হয়েছে। বিকশিত কৃষি সংকল্প অভিযান উপলক্ষে সভায় স্বাগত ভাষণ দেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর মলয় কুমার সামন্ত।
এদিকে, আই সি এ আর, ব্যারাকপুর সেফ্রির সহযোগিতায় বিকশিত ভারতের অঙ্গ হিসেবে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছে মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র।গোটা জেলার ১৩ টি বাছাই করা ব্লকের ৮০ টি গ্রামের কৃষকদের, প্রথাগত ও বিকল্প চাষ, উদ্যানপালন , প্রাণীসম্পদ চাষ নিয়ে নিবিড় প্রশিক্ষণ, কর্মশালা ও প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি হাতে কলমে যন্ত্র পরিচালনা ও প্রযুক্তির ব্যাবহার শেখাবেন বিশেষজ্ঞরা।
আগামী ১০ দিন এই কর্মসূচিতে জেলার নিবিড় কৃষি অঞ্চল হরিহরপাড়া, নবগ্রাম,বড়ঞা ছাড়াও ১৩ টি গ্রামে বিভিন্ন কর্মসূচী নিয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। প্রতিদিনই এই কর্মসূচিগুলিতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা ছাড়াও থাকবেন আই সি এ আর এর গবেষক ও বিশেষজ্ঞরা। আজ হরিহরপাড়ার স্বরূপ পুরে এক কর্মশালায় আগ্রহী কৃষকদের ভীড় ছিলো লক্ষণীয়। বিশেষজ্ঞ হিসেবে ছিলেন আই সি এ আর ব্যারাকপুর সেফ্রির গবেষক ড: মনোহর মায়ুম শায়া দেবী ও সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষক ড: দেবাশীষ রায়।