রাজ্যের সীমান্তঘেঁষা জেলাগুলিতে জঙ্গি তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে সতর্ক করে দিয়েছেন। উত্তর কন্যার প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগে পুলিশ একাধিক বার এলাকায় টহল দিতো। যা মানুষের মধ্যে বিশ্বাস বাড়াতো । পাশাপাশি দুষ্কৃতিরাও সতর্ক হতো। সীমান্ত রক্ষার দায় শুধুমাত্র বিএসএফের উপর চাপিয়ে পুলিশের স্থানীয় কর্তাদের চোখ কান খোলা রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন আসাম সহ অন্যান্য রাজ্য এমনকি ভিনদেশ থেকেও অবাঞ্ছিত ব্যক্তিরা ঢুকছে। তারা নানা অজুহাতে ভোটার কার্ড আধার কার্ডের মতো নথিপত্র মানুষের কাছ থেকে সংগ্রহ করছে। এ ব্যাপারে সকলকে, সতর্ক থাকতে তিনি নির্দেশ দিয়েছেন। মালদহ-ডায়মন্ড হারবার-কলকাতায় একাধিক সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কোনভাবে যেন রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
এদিকে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বলেছেন, পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ব্যর্থ।