রাজ্যের মুখ্য সচিব হিসাবে মনোজ পন্থের কর্মকালের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর থেকে আজই মুখ্যসচিব হিসাবে শ্রী পন্থের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি আসে।
এর আগে নবান্নের পক্ষ থেকে এই মর্মে আবেদন জানানো হয়েছিল। আজকের সিদ্ধান্তের ফলে ১৯৯১ ব্যাচের আইএএস আধিকারিক ডক্টর মনোজ পন্থ এবছরের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত মুখ্য সচিব হিসাবে দায়িত্ব সামলাবেন।
উল্লেখ্য, গত বছর ৩১ শে আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।