রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৫ বছর। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে ছিলেন তিনি। গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ সল্টলেকে বাসভবনে তাঁর মৃত্যু হয়। ১৯৯১ থেকে ২০১১ পর্যন্ত পাঁচ বার রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন আবু হেনা। সামলেছেন মত্স্য এবং খাদ্য প্রক্রিয়াকরণের মত দপ্তর।
আবু হেনার মরদেহ সকাল সাড়ে ১১ টা পর্যন্ত জেলা কার্যালয়ে শায়িত রাখা হবে। সেখানে দলের নেতা কর্মী সমর্থকরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপর মুর্শিদাবাদের লালাগোলায় তাঁর গ্রামে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আবু হেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।