জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে পথ কুকুরদের সম্পূর্ণভাবে অন্যত্র সরিয়ে ফেলা নিয়ে তাদের আগেকার নির্দেশ সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। আজ এক নতুন নির্দেশে
বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আনজারিয়া বলেছেন, পথ কুকুরদের নির্বীজকরণ ও সংক্রমণমুক্ত করার পর তাদের নিজস্ব করে তাদের নিজস্ব এলাকায় ছেড়ে দিতে হবে। তবে জলাতঙ্কে সংক্রামিত বা আক্রমণাত্মক ব্যবহার করলে তাদের জন্য পৃথক ব্যবস্থা নিতে হবে।
পথ কুকুরদের রাস্তায় যেখানে সেখানে খাওয়ানোর ওপর অবশ্য নিষেধাজ্ঞা জারি করেছে এই বেঞ্চ। পুরসভা নির্দিষ্ট জায়গাতে খাবার খাওয়ানো নাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। প্রত্যেক পুরসভাকে কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।