রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অষ্টাদশ আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে তারা ৬ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম বার আইপিএল খেতাব জয় করেছে। জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ইনিংস সাত উইকেটে ১৮৪ রানে থেমে যায়। শশাঙ্ক সিং ৬১ রানে অপরাজিত থাকেন। ক্রুনাল পান্ডিয়া ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন।
প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছিল ১৯০ রান। বিরাট কোহলি ৪৩, অধিনায়ক রজত পতিদার ২৬ রান করেন। আর্শদীপ সিং ও কাইল জেমিসন তিনটি করে উইকেট নেন।
চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ কোটি এবং পাঞ্জাব কিংস সাড়ে ১২ কোটি টাকা পুরস্কার পেয়েছে।