মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 8:52 AM

printer

যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল আগামী পয়লা জুন থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে।

যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল আগামী পয়লা জুন থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে।

ওই দিন থেকে ট্রেন আসার আগে মেট্রো স্টেশন প্রাঙ্গণে প্ল্যাটফর্মের প্রান্তে হলুদ লাইন অতিক্রম করলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আড়াইশো টাকা জরিমানা করা হবে বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মের ওই হলুদ লাইন অতিক্রম না করার অনুরোধ জানানো হলেও যাত্রীদের একাংশ অপ্রয়োজনীয় ভাবে ট্রেন আসার আগে ওই হলুদ লাইন পার করছেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্যযাত্রী সুরক্ষার জন্য সেন্ট্রাল কন্ট্রোল ও স্টেশনগুলিতে নিযুক্ত মেট্রো কর্মীরা সিসিটিভির মাধ্যমে স্টেশন এলাকায় এবং প্ল্যাটফর্ম গুলিতে যাত্রীদের চলাচল পর্যবেক্ষণ করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন