মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 1, 2025 1:05 PM

printer

যাত্রী পরিষেবার উন্নতিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন MEMU ট্রেনের বদলে EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে

যাত্রী পরিষেবার উন্নতিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন MEMU (Mainline Electric Multiple Unit) ট্রেনের বদলে EMU (Electric Multiple Unit) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১১টি MEMU ট্রেনকে EMU ট্রেনে রূপান্তর করা হচ্ছে। আগামী চৌঠা জুন থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে রেল সূত্রের খবর। এর পাশাপাশি, শিয়ালদহ/কলকাতা-লালগোলা-শিয়ালদহ/কলকাতা রুটের ৯টি পরিষেবা দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, যাতে যাত্রীরা আরও উন্নত সুবিধা ও আরাম পেতে পারেন।

এই পূর্ণাঙ্গ রদবদলের মূল উদ্দেশ্য যাত্রী কল্যাণ, বিশেষ করে মহিলাদের, প্রবীণদের এবং শিশুদের জন্য উন্নত স্যানিটেশন সুবিধা প্রদান করা বলে রেলের তরফে দাবি করা হয়েছে। দীর্ঘ দূরত্বের বর্তমান MEMU পরিষেবাগুলিকে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে ভাগ করা হবে। নতুন পরিষেবাগুলি শিয়ালদহ/কলকাতা-কৃষ্ণনগর সিটি জংশন EMU লোকাল এবং কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা EMU প্যাসেঞ্জার পরিষেবা হিসাবে চলবে। কৃষ্ণনগর সিটি জংশনে ১৯ থেকে ৩২ মিনিটের পরিকল্পিত থামা এই পরিষেবাগুলির মধ্যে নির্বিঘ্ন রূপান্তর নিশ্চিত করবে। MEMU থেকে EMU তে পরিবর্তিত হওয়ায় সংশ্লিষ্ট ট্রেন গুলির নম্বর ও পরিবর্তিত হচ্ছে।

এছাড়া, 31426 নৈহাটি – শিয়ালদা, এবং 31242 ব্যারাকপুর – শিয়ালদা লোকাল  এর সময় সূচি পরিবর্তন করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন