মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 22, 2024 9:50 PM

printer

মোহনবাগান সুপার জায়েন্ট আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব এফ সি-র মুখোমুখি হবে।

মোহনবাগান সুপারজায়ান্ট আগামীকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে বিকেল চারটেয়। অপর কোয়ার্টার ফাইনালে ব্যাঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।

এদিকে, ডুরান্ড কাপ ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং এফসির মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে না। এই ম্যাচটি হবে শিলংয়ে। ডুরান্ড কাপের সংগঠকদের তরফে জানানো হয়েছে, দুটি পাহাড়ের দল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে তাই সেখানকার দর্শকদের আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ শে আগস্টের পরিবর্তে প্রথম সেমিফাইনাল হবে ২৬ শে আগস্ট। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের সূচি অপরিবর্তিত রয়েছে। ২৭ শে আগস্ট ডুরাণ্ডের দ্বিতীয় সেমিফাইনাল ও ৩১ শে আগস্ট ফাইনাল হবে  সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ।