August 31, 2024 9:41 PM

printer

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড

মোহনবাগান সুপারজায়ান্টকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ১৩৩ তম ডুরান্ড কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে শেষ হয়। বিরতিতে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে ছিলো। মোহনবাগানের পক্ষে জেসন কামিন্স ও সাহাল আব্দুল সামাদ। দ্বিতীয়ার্ধে আজারাইয়ে ও গুলেরমোর গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলায় সমতা ফেরান। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নর্থ ইস্টের গোলরক্ষক গুরমিত সিং দুটি শট বাঁচিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন। এদিন মাঠে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সবুজ মেরুন সমর্থকরা গ্যালারিতে টিফো প্রদর্শন করেন।