মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল, ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে।
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রস দিয়ামানতাকোস ।
প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটিও করেন দিয়ামানতাকোসই ।
৬৮ মিনিটে মোহনবাগানের হয়ে একটি গোল শোধ করেন অনিরুদ্ধ থাপা। সেমিফাইনালে ইস্টবেঙ্গল ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে খেলবে।
কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার ২-০ গোলে জামসেদপুর এফ সি কে হারিয়ে দিয়েছে। জামশেদপুরে জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে আজ সাইরুয়াতকিমা দুটি গোলই করেছেন। এবারই প্রথমবার ডুরান্ড কাপ খেলতে এসে ডায়মন্ড হারবার এফসি শেষ চারে পৌঁছলো।
এদিকে শিলং এর লাজং এফ সি ও নর্থ ইস্ট ইউনাইটেড ইতমধ্যেই ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে।