মেক্সিকান নৌবাহিনীর একটি জাহাজ গত পরশু নিউ ইয়র্কে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা খায়। এর ফলে দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক শহরের মেয়র ইরিক অ্যাডাম্স জানিয়েছেন, নৌবাহিনীর জাহাজ – কুয়াউটেমক এ মোট ২৭৭ জন যাত্রী ছিল। যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনা বলে তিনি জানিয়েছেন। দূর্ঘটনাগ্রস্থ যাত্রীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় মেক্সিকান এই জাহাজটির মাস্তুল প্রায় ১৪৭ ফুটের মত উচ্চতা সম্পন্ন হওয়ায় সহজেই ব্রুকলিন ব্রিজে ধাক্কা লাগে।
নিউ ইয়র্ক পুলিস এই ব্রিজ দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
Site Admin | May 19, 2025 10:02 AM
মেক্সিকান নৌবাহিনীর একটি জাহাজ গত পরশু নিউ ইয়র্কে যাওয়ার সময় ব্রুকলিন ব্রিজে ধাক্কা খায়।দুজন নিহত এবং ১৯ জন আহত
