মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করার মাধ্যমে আধার তথ্যভাণ্ডার যথাযথ ও সঠিক রাখতে ভারতের অনন্য পরিচয়পত্র কর্তৃপক্ষ(UIDAI) বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। এই কাজে UIDAI, ভারতের রেজিস্ট্রার জেনারেলের সহযোগিতায় প্রায় ১ কোটি ৫৫ লক্ষ ব্যক্তির মৃত্যু সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করেছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। নথির বৈধতা যাচাই করে প্রায় ১ কোটি ১৭ লক্ষ মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে।
UIDAI গতমাসে ‘মাই আধার পোর্টাল”-এ “পরিবারের সদস্যের মৃত্যুর নথিভুক্তিকরণ” সংক্রান্ত এক নতুন প্রকল্প চালু করেছে। এই কাজে কর্তৃপক্ষ ব্যাঙ্ক বা অন্যান্য আধার সংযুক্ত কেন্দ্র থেকেও তথ্য সংগ্রহ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। বিভিন্ন রাজ্য সরকারের সহযোগিতাও কাম্য বলে জানিয়েছে UIDAI।