বাংলাদেশে, মূল্যবৃদ্ধি রোধে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। সাড়ে পাঁচ মাস পর, বাংলাদেশি আমদানিকারকরা এই অনুমতি পেয়েছে। ভারত থেকে ১৫০ টন পেঁয়াজের প্রথম চালান গতকাল বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। ২৩টি ট্রাকে ৬৬০ টন পেঁয়াজের আরেকটি চালান গতকাল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসে পৌঁছেছে।
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের সর্বশেষ আমদানি হয়েছিল দোসরা মার্চ। এর পর স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের দাম কমে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ করা হয়। বাংলাদেশে সম্প্রতি পেঁয়াজের দাম আবারও বৃদ্ধি পাওয়ায়, আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আনার জন্য সরকারের কাছে দাবী জানায়।