মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 2, 2025 10:29 AM

printer

মুম্বাইয়ে ওয়েভস্ শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসাবে ভারত, এবার প্রথম আজ, বিশ্বজনীন গণমাধ্যমের মতবিনিময়ের অনুষ্ঠান- Global Media Dialogue এর আয়োজন করেছে।

মুম্বাইয়ে ওয়েভস্ শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসাবে ভারত, এবার প্রথম আজ, বিশ্বজনীন গণমাধ্যমের মতবিনিময়ের অনুষ্ঠান- Global Media Dialogue এর আয়োজন করেছে। এই অনুষ্ঠান, গণমাধ্যম ও বিনোদনের বিশ্ব মানচিত্রে ভারতের সংযুক্তির ক্ষেত্রে এক মাইল ফলক। বিদেশ মন্ত্রকের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সমগ্র এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার প্রতিনিধিদল সহ ষাটটির বেশি দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে।
রাশিয়া, জাপান, ব্রিটেন, মিশর, সৌদি আরব সহ আরো বেশ কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের ও শীর্ষ আধিকারিক পর্যায়ের প্রতিনিধিত্ব থাকছে এই অনুষ্ঠানে। বিশ্বজনীন গণমাধ্যমের পরিসরে, সক্ষমতা গড়ে তোলার ও আন্তর্জাতিক সহযোগিতায় উৎসাহ দানের পাশাপাশি, চলতি সর্বোত্তম রীতির আরো প্রসার ঘটানো, বিভিন্ন নীতির মধ্যে সামঞ্জস্য সাধনের পথ খতিয়ে দেখা এই global media dialogue-এর মূল লক্ষ্য।