বেশ কিছু কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিন জেলা সফরে রওনা হচ্ছেন। প্রথমে তিনি হুগলীর আরামবাগে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন। কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এরপর দুপুরে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। দুর্যোগ কবলিত মানুষের হাতে তুলে দেবেন ত্রাণ সামগ্রী’ও।
মেদিনীপুরের সার্কিট হাউজে রাত্রিবাসের পর আগামীকাল সকালে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার সেখানে আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা।