মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের একটি মামলা দায়ের হয়েছে। সৌরভ দত্ত নামে এক ব্যাক্তির দায়ের করা ওই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ আইনজীবী শামীম আহমেদ, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি বছরে রাজ্যের পুজো কমিটি গুলির জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন।
Site Admin | August 18, 2025 4:40 PM
মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের একটি মামলা দায়ের হয়েছে
