মিজোরামে, লংটলাই শহরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধ্বসের ফলে একটি হোটেল সহ ছ’টি বাড়ি ধসে পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ সীমান্ত সংলগ্ন বাজার ভেং এবং চাঁদমারি এলাকায় এই ঘটনা ঘটে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং তৃতীয় ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের কর্মীদের নেতৃত্বে উদ্ধারকাজ চলছে। জেলার বৃহত্তম নাগরিক সমাজ গোষ্ঠী ইয়ং লাই অ্যাসোসিয়েশন Y L A-এর স্বেচ্ছাসেবকরাও যথাযথ সহায়তা করছেন। বিস্তারিত খবর এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গতকাল থেকে মিজোরামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধ্বস এবং পাথর ধ্বসের ঘটনা ঘটেছে।