সাত দশমিক সাত মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে মায়ানমারের মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আজ সকাল পর্যন্ত প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে সেদেশের সেনা সূত্রে খবর। বিপর্যয়ের কারণে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে। আহত হয়েছেন দু হাজার ৩৭৬ জন। সবচেয়ে বেশি হতাহতের সন্ধান মিলেছে সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়। গতকালের ঐ ভূমিকম্পের পর একাধিকবার আফটার শক অনুভূত হয়।
মান্দালায় বহু ঐতিহাসিক স্থান এবং সাগাইং এ ইরাবতী নদীর ওপর ৯০ বছরের পুরনো আভা সেতু ভেঙ্গে পড়েছে। ভূমিকম্পে সড়ক, পরিকাঠামা ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। রেড ক্রস সহ বহু সংগঠন, ত্রান ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনো পর্যন্ত ভারতীয় নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্যাঙ্ককে ভারতীয় দূতাবাস এবং চিয়াংমাইয়ে ভারতীয় বাণিজ্য দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন।
তীব্র কম্পন টের পাওয়া যায় থাইল্যান্ডেও। সেখানে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে ব্যাঙ্ককে। আহত ২৬। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পিটং টার্ন শিনাওয়াত্রা ব্যাঙ্কককে এমার্জেন্সি জোন হিসাবে ঘোষণা করেছেন। দেশের মান্ডালা, বাগো, ম্যাকভে সহ বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক পর্যায় থেকে ক্রমে অর্থ এবং অন্যান্য ত্রাণ সহায়তা আসতে শুরু করেছে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ।
মায়ানমার, থাইল্যান্ড ছাড়াও চীন, ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতের পুর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও এই ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে।