মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে, ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আজ আয়োজক মালয়েশিয়ার অ্যারোন চিয়া এবং উই ইক সোহ-র মুখোমুখি হবেন। ভারতীয় সময় বিকেল তিনটেয় এই ম্যাচ শুরু হয়েছে।
এর আগে, কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি মালয়েশিয়ারই গো জে ফেই এবং নুর ইজউদ্দিনকে সরাসরি ২১-১৭, ২১-১৫-তে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।