মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 21, 2025 5:30 PM

printer

মালয়েশিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভারতের এইচ এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

মালয়েশিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ভারতের এইচ এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রণয়, পঞ্চম বাছাই জাপানের কেন্টা নিশিমোতোকে ১৯-২১ / ২১-১৭ / ২১-১৬ সেটে পরাজিত করেন। কিদাম্বি শ্রীকান্ত, ষষ্ঠ বাছাই, চীনের লু গুয়াং জু-কে ২৩-২১ / ১৩-২১ / ২১-১১ সেটে হারিয়ে দিয়েছেন।

অন্যদিকে, সতীশ করুণাকরন, তৃতীয় বাছাই চিনের চৌ তিয়েন চেনকে ২১-১৩/ ২১-১৪ সেটে হারিয়ে দেন। আয়ূষ শেঠি, কানাডার ব্রায়েন ইয়াংকে, ২০-২২/ ২১-১০/ ২১-৮ সেটে হারিয়ে দিয়েছেন।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে, দু’বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু, ভিয়েতনামের এনগুয়েন থু লিনের কাছে ১১-২১ / ২১-১৪ / ১৫-২১ সেটে পরাজিত হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন