March 12, 2025 7:01 PM

printer

মালদায় দেখা মিলল অস্ট্রেলেসিয়ান গ্রাস আউল বা পেঁচা

মালদায় দেখা মিলল অস্ট্রেলেসিয়ান গ্রাস আউল বা পেঁচা। গত ৪৫ বছরে এই প্রথম বাংলা দেখা গেল এই প্যাঁচার। বন দপ্তরের সূত্রে জানানো হয়েছে ১৯৮০ সালে শান্তিনিকেতনে এই ধরনের প্যাঁচার দেখা পেয়েছিলেন বিশিষ্ট পক্ষীবিদ অজয় হোম। অবশ্য সে সময় তিনি এই পাখির কোন ছবি তুলতে পারেননি। তারও প্রায় ৬০ বছর আগে জলপাইগুড়িতে অস্ট্রেলেসিয়ান ঘাস পেঁচা দেখেছিলেন প্রকৃতিবিদ সি এম ইংলিশ। তিনিও ছবি তুলতে পারেননি। সেই অর্থে গত ৯ মার্চ মালদায় এই পাখির ছবি তোলেন সন্দ্বীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের একটি দল। বন দপ্তরের কর্মীরা ও মনে করেন বাংলায় এই বিরল পাখির একমাত্র প্রথম ছবি। উল্লেখ্য গত ডিসেম্বর থেকে গঙ্গার চরে বন দপ্তর পাখি শুমারির কাজ শুরু করেছে। ওই কাজের সময়ই এই ঘাস প্যাঁচার ছবি তোলা সম্ভব হয়েছে। বন দপ্তর জানাচ্ছে পাখিটির নিরাপত্তার জন্যই মালদার গঙ্গারচর এর নাম গোপন রাখা হয়েছে।