মার্কিন সেনেট সে-দেশ থেকে অর্থ প্রেরণের ওপর ধার্য করের পরিমাণ সাড়ে ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। অনাবাসী ভারতীয়রা এর ফলে কিছুটা সুবিধা পাবেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ অ্যাক্টের সংশোধিত খসড়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর এবং সে-দেশে ইস্যু হওয়া ডেবিট ও ক্রেডিট কার্ডকে ছাড় দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই কর কেবলমাত্র নগদ হস্তান্তর, মানি অর্ডার, ক্যাশিয়ারের চেক-এর মতো ব্যবস্থার ওপর প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে, এই ধরনের ব্যবস্থার ওপর করের হার ৫ শতাংশ করা হলেও সেনেটের বর্তমান সংশোধনের পর তা কমিয়ে সাড়ে ৩ শতাংশ ধার্য করার কথা বলা হয়েছে।
২০২৬ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই করের হার কার্যকর হবে।