মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইজরায়েলের হামলা সত্বেও হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত আছে।
রাফার কাছে একটি বিস্ফোরণে দুই ইজরায়েলি সেনা নিহত হওয়ার পর তারা আজ গাজা ভূখণ্ডে বিমান হামলা চালালে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরিস্থিতি দেখা দেয়।এর মধ্যে ট্রাম্প এই মন্তব্য করেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাফায় ইসরায়েলি সেনাদের উপর হামাস ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে দুই সেনার মৃত্যু হয়। তার পর উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
এদিকে হামাস জানিয়েছে যুদ্ধ বিরোতীতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ইজরায়েল তা লঙ্ঘন করে পরিস্থিতি বিপন্ন করে তুলেছে।
এদিকে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স আগামীকাল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলে পৌঁছেছেন। তাঁদেরও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুর সঙ্গে দেখা করার কথা।