মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দু বছরের বেশী সময় ধরে চলা যুদ্ধের অবসানে এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইজরায়েল ও গাজা সহমত হয়েছে। মিশরের শার্ম এল শেখে দীর্ঘ আলোচনার পর ট্রাম্প এই ঘোষণা করেন। চুক্তির প্রথম পর্যায়ে প্যালেস্তাইনী বন্দীদের পরিবর্তে হামাসের হাতে আটকে থাকা বাকী পণবন্দীদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজা থেকে ইজরায়েল পর্যায়ক্রমে নিজেদের অবস্থান প্রত্যাহার করবে। ট্রাম্পের 20 point শান্তি প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্নির্মানের কথাও বলা হয়েছে। প্রথমিক ভাবে এই প্রস্তাবকে চূড়ান্ত করেছে ইজরায়েলই আধিকারিক, হামাস এবং মধ্যস্ততাকারী কাতার।
Site Admin | October 9, 2025 7:31 AM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দু বছরের বেশী সময় ধরে চলা যুদ্ধের অবসানে এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইজরায়েল ও গাজা সহমত হয়েছে।
