মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন নিখোঁজ ও অপহৃত শিশুদের বিশ্বব্যাপী সংকট নিয়ে হোয়াইট হাউসে মত বিনিয়ম করেন। ইউক্রেনের যুদ্ধে শিশুদের মর্মন্তুদ পরিস্থিতি নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেছেন। ইউক্রেনে শিশুদের রাশিয়ায় বলপ্রয়োগ করে নির্বাসনের বিষয়টি নিয়েও তাদের আলোচনায় উঠে আসে। তাঁরা উদ্বেগ প্রকাশ করেন বলেন,এ বিষয়ে আন্তর্জাতিক স্তরে আরো আলোচনা জরুরী।
এদিকে ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ শুরু হবার পর রাশিয়ায় জোর করে প্রায় কুড়ি হাজার শিশুকে নিয়ে যাওয়া হয়েছে।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও এই বিষয়টিকে ব্যক্তিগত অগ্রাধিকার দিয়েছেন।