মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষায় বিপদের আশঙ্কায় বারোটি দেশ থেকে সেদেশে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আফগানিস্তান, মায়ানমার, চাদ ,রিপাবলিক অফ কঙ্গো ,ইকুয়েটোরিয়াল গায়না ,এরিত্রিয়া,হাইতি ,ইরান লিবিয়া ,সোমালিয়া ,সুদান এবং ইয়েমেন থেকে পর্যটকদের আসা নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রপতি এই নির্দেশনামায় সই করেছেন। হোয়াইট হাউস আরো জানিয়েছে, আরও সাতটি দেশ থেকে পর্যটকদের আসার ব্যাপারে আংশিক নিয়ন্ত্রণ করা হবে- সেগুলির মধ্যে রয়েছে বুরুন্ডি ,কিউবা ,লাওস,সিয়েরা লিওন এবং ভেনিজুয়েলা।
Site Admin | June 5, 2025 10:43 AM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষায় বিপদের আশঙ্কায় বারোটি দেশ থেকে সেদেশে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
