মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি চার্চে প্রার্থনা চলাকালীন শিশুদের ওপর এক বন্দুকবাজের হামলায় দুই শিশুর মৃত্যু হয়। আহত ১৭ জন। আততায়ী নিজেও আত্মঘাতী হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সকালে ক্যাথলিক স্কুলে ঢুকে ২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যান গুলি চালাতে শুরু করে।
মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, ঐ ব্যক্তির নির্দিষ্ট কোনো মোটিভ ছিলনা। ইহুদী সহ আরও বেশ কিছু সম্প্রদায় এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐ ব্যক্তির ঘৃণা প্রকাশ পেয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার কার্যনির্বাহী অ্যাটর্নি জেনারেল জোশেফ থমসন জানিয়েছেন। এফবিআই-এর ডিরেক্টর কাশ প্যাটেল এই আক্রমণকে ঘৃণার মতাদর্শে বিশ্বাসী এক জঙ্গী আক্রমণ বলে মন্তব্য করেছেন।