মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 2, 2025 10:18 AM

printer

মায়ানমারে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে।

মায়ানমারে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। মায়ানমারের সামরিক নেতা মিন- অং হলেইং, এক টেলিভিশন বার্তায় গতকাল জানান যে মৃতের সংখ্যা ২৭১৯ এ পৌঁছেছে এবং তা আরো বেড়ে ৩০০০ ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ৪৫২১ জন আহত হয়েছেন এবং নিরুদ্দেশ ৪৪১ জন।

এদিকে, সেদেশে ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে পুরোদমে। বিপর্যয়ে ত্রাণ, উদ্ধার মানবিক সহায়তা এবং চিকিৎসা সংক্রান্ত সহায়তা সহ প্রয়োজনীয় সাহায্য দানের জন্য ভারত ইতোমধ্যেই অপারেশন ব্রম্ম শুরু করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ভারতীয় মেডিকেল কন্টিনজেন্টের তৈরি সেনা ফিল্ড হাসপাতালে দুটি বড় ধরনের অস্ত্রোপচার সহ প্রায় ১০৪ জন রোগীর চিকিৎসা করা হয়েছে। মন্ত্রক আরো জানিয়েছে NDRF এর দল, ত্রাণ কাজ চালাচ্ছে এবং আরো পাঁচটি দেহ উদ্ধার করেছে। এ নিয়ে তারা ১৬টি দেহ উদ্ধার করল। তারা এখন গঙ্গা ঘাট মন্দিরে উদ্ধার কাজ চালাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন