এবারের মহিলা একদিনের বিশ্বকাপ ক্রিকেট ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শুরু হবে, চলবে ২ নভেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ- আইসিসি আজ কলম্বোতে টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করেছে। টুর্নামেন্টের ১৩ তম সংস্করণ ভারত ও শ্রীলঙ্কার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আট দলের আইসিসি মহিলা মেগা ইভেন্টটি ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনমে এবং শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ফাইনাল বেঙ্গালুরু বা কলম্বোতে অনুষ্ঠিত হবে।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান- এই আটটি দেশ মহিলা বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে।