মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আজ ত্রাণ ও উদ্ধারকাজ খতিয়ে দেখতে রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। ভারী বৃষ্টি এবং লোয়ার তেরনা প্রকল্প থেকে জল ছাড়ার ফলে তেরনা নদীর উপকূলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সংলগ্ন লাতুর জেলার আউসা তালুকের গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ডুবে যাওয়ায় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে লাতুর-সোলাপুর জাতীয় সড়কও আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পারভানি জেলায়, বন্যায় ৩৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনা এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোট ৫৭৮ জন নাগরিককে নিরাপদে সরিয়ে নিয়েছে ও আটকে পড়া নাগরিকদের উদ্ধার করছে। ছত্রপতি সম্ভাজিনগর জেলায়, জয়কওয়াড়ি বাঁধের ২৭টি গেট খুলে দেওয়ায় গোদাবরী নদীতে প্রায় ৮৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে। বন্যার কারণে বৈজাপুর এবং কন্নড় তালুকে একজন ক’রে মৃত্যুর খবর মিলেছে।