মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, কৃষিক্ষেত্রে উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার আগামী পাঁচ বছরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এর লক্ষ্য হল কৃষিক্ষেত্রে খরচ কমানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। বিনিয়োগে ড্রিপ সেচ ব্যবস্থা, যন্ত্রব্যবস্থার আধুনিকীকরণ, জলাশয়, পাম্প এবং আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। গতকাল সন্ধ্যায় পণ্ঢরপুর কৃষি উৎপাদন বাজার কমিটিতে আয়োজিত কৃষি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফড়নবিশ এ-কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, কৃষকরা ইতোমধ্যেই বাজার কমিটির মাধ্যমে বিপণন প্রকল্প থেকে যথেষ্ট সুবিধা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার গ্রামীণ সমবায় উন্নয়ন সমিতিগুলিকে বহুমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিকল্পনা করছে। এর ফলে তারা ১৮টি বিভিন্ন ধরণের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রতিষ্ঠানগুলি বাজার এবং কৃষকদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। সংরক্ষণ এবং হিমঘরের মতো উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা তাদের পণ্য ন্যায্য মূল্যে বৃহত্তর পরিসরে পারবে বলেও তিনি জানান।
Site Admin | July 6, 2025 11:28 AM
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, কৃষিক্ষেত্রে উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার আগামী পাঁচ বছরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
