মহারাষ্ট্রের থানেতে ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, জোর করে গর্ভপাত ও দেহ ব্যবসায় নামানোর যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলায় হস্তক্ষেপ করেছে কমিশন। রাজ্য পুলিশের মহা নির্দেশককে জাতীয় মহিলা কমিশন নির্দেশ দিয়েছে, তিন দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে। অভিযুক্তের দ্রুত গ্রেফতারি ও পকসো আইনে মামলা রুজুর উপরেও জোর দিয়েছে কমিশন। নির্যাতিতাকে সাহায্য ও তার পূনর্বাসনের নির্দেশও মহারাষ্ট্র সরকারকে দিয়েছে কমিশন।
Site Admin | June 3, 2025 3:48 PM
মহারাষ্ট্রের থানেতে ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, জোর করে গর্ভপাত ও দেহ ব্যবসায় নামানোর যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
