মধ্যপ্রদেশ সরকার রাজ্যের ১৭ টি ধর্মীয় স্থানে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী মোহন যাদব গতকাল নরসিংপুর জেলায় এক অনুষ্ঠানে বলেন রাজ্যে যেসব স্থানে ভগবান কৃষ্ণ এবং রামের সঙ্গে সম্পৃক্ত জায়গাগুলিতে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকবে। মুখ্যমন্ত্রী গতবছরে ঘোষণা করেছিলেন যে ওই সমস্ত জায়গাগুলিকে রাজ্য সরকার তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলবে। মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি সরকার, মাদকাসক্তির কুপ্রভাব থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে চায় এবং ধর্মীয় স্থানের পবিত্রতা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
Site Admin | January 24, 2025 8:43 AM
মধ্যপ্রদেশ সরকার রাজ্যের ১৭ টি ধর্মীয় স্থানে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করবে।
