মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 31, 2025 3:41 PM

printer

মঙ্গোলিয়ার উলানবাটর ওপেন কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা চারটি সোনা সহ ছ’টি পদক পেয়েছেন।

মঙ্গোলিয়ার উলানবাটর ওপেন কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা চারটি সোনা সহ ছ’টি পদক পেয়েছেন। ৫৩ কেজি বিভাগে, ভারতের অন্তিম পাঙ্ঘাল, নাতালিয়া মালিশেভাকে ১০-০য়ে হারিয়ে সোনা জেতেন। মহিলাদের ৫৭ কেজি বিভাগে, ভারতের আরেক প্রতিযোগী  নেহা সাঙ্গোয়ান, বোলরতুয়া খুরেলখুকে ৪-০য়ে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। ভারতের আরও দুই মহিলা প্রতিযোগী মুসকান ৫৯ কেজি বিভাগে, এবং হর্ষিতা ৭২ কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করেন।

পুরুষদের গ্রেকো-রোমান ৬০ কেজি বিভাগে সুরজ রৌপ্যপদক, এবং মহিলাদের ৫০ কেজি বিভাগের ফ্রি-স্টাইলে নীলম, ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ভারত এখনও পর্যন্ত ৫টি সোনা, ৩টি রূপো, এবং ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থানে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন