মঙ্গোলিয়ার উলানবাটর ওপেন কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা চারটি সোনা সহ ছ’টি পদক পেয়েছেন। ৫৩ কেজি বিভাগে, ভারতের অন্তিম পাঙ্ঘাল, নাতালিয়া মালিশেভাকে ১০-০য়ে হারিয়ে সোনা জেতেন। মহিলাদের ৫৭ কেজি বিভাগে, ভারতের আরেক প্রতিযোগী নেহা সাঙ্গোয়ান, বোলরতুয়া খুরেলখুকে ৪-০য়ে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন। ভারতের আরও দুই মহিলা প্রতিযোগী মুসকান ৫৯ কেজি বিভাগে, এবং হর্ষিতা ৭২ কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করেন।
পুরুষদের গ্রেকো-রোমান ৬০ কেজি বিভাগে সুরজ রৌপ্যপদক, এবং মহিলাদের ৫০ কেজি বিভাগের ফ্রি-স্টাইলে নীলম, ব্রোঞ্জ পদক পেয়েছেন।
ভারত এখনও পর্যন্ত ৫টি সোনা, ৩টি রূপো, এবং ৪টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থানে রয়েছে।