ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আজ চিঠি দিয়ে এসআইআর প্রসঙ্গে কমিশনের অবস্থান স্পষ্ট করার আবেদন জানিয়েছেন। খবরে প্রকাশিত হয়েছিল যে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্যে তারা প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। কিন্তু এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এমতঅবস্থায় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে কমিশনের অবস্থান স্পষ্ট করার বিষয়ে রাজ্য আবেদন জানিয়েছেন।
Site Admin | August 8, 2025 10:00 PM
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে
